শনিবার চাঁপাইনবাবগঞ্জে আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন


নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" রাজশাহী বিভাগের উদ্যোগে, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে "রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ‍্যোক্তা সম্মেলন  ২০২৩"

আগামী ৩ জুন ২০২৩, শনিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। 

উদ্বোধন করবেন 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো: আব্দুল ওদুদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

সভাপতিত্ব করবেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। 

জানা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ও বাইরের কয়েকটি দেশ থেকে ৩৫০ জন উদ্যোক্তা উক্ত আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে উপস্থিত থাকবেন। 

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে দেশ সহ দেশের বাইরে ব্র‍্যান্ডিং ও উদ্যোক্তাদের ব্যবসায়ী প্রসার ও পরিচিতির জন্য উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য গতবছর আমের মৌসুমে রাজশাহীতে উদ্যোক্তা সম্মেলন ও আম মেলা অনুষ্ঠিত হয়েছিলো। 

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের ৬৪ টি জেলা ও বিভিন্ন দেশের উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম।  

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাজারো যুবক নিজেদের অস্তিত্ব তৈরি করে স্বাবলম্বী হচ্ছে।  




Post a Comment (0)
Previous Post Next Post