বিবেক সম্পন্ন মানুষ - মোঃ মিসাদ আলী || ছোট গল্প




রাজপথে মিছিল বের হয়েছে, শত শত নারীদের সাথে আজ কিছু পুরুষরাও যোগ দিয়েছে সেই মিছিলে। সবাই মুখের ফেনা তুলে ফেলেছে তাদের দাবীর কথা বলতে বলতে। সবার দাবী একটাই, নারী-পুরুষের সমান অধিকার চায়।
নারীদের সাথে যেসব পুরুষরা তাদের আন্দোলনে যোগ দিয়েছে, তাদেরকে নারীরা একটা নাম দিয়েছে 'বিবেক সম্পন্ন মানুষ'। আর যারা তাদের আন্দোলনের বিরোধীতা করছে তাদেরকেও একটা নাম দেয়া হয়েছে, আর সেটা হলো বিবেকহীন মানুষ। আবার মাঝে মাঝে বলে উঠছে সেই ছোটবেলায় পড়া একটা চরণ, বিবেকহীন মানুষ পশুর সমতুল্য।
আজকে তারা মুক্তি চায় গৃহের বন্ধন থেকে, মুক্তি চায় স্বামীর অপাশবিক অত্যাচার থেকে। সারাদিন কাজ করে পছন্দের টিভি সিরিয়ালের সময় স্বামী বলে, একটু চা এনে দাও। এ কেমন অত্যাচার! পুরুষেরা তাদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছে। এভাবে আর কতদিন? আর কত বাধা সহ্য করবে তারা? এবার সময় এসেছে নিজের অধিকার বুঝে নেবার।
তাদেরকে উৎসাহ দিতে এগিয়ে এসেছে বিবেক সম্পন্ন মানুষেরা, এগিয়ে এসেছে কিছু দেশী-বিদেশি টিভি চ্যানেল। তারা তাদের দিকনির্দেশনায় ব্যাপক ভূমিকা রাখছে। মেয়েদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে তারা, এক নতুন, উন্নত ও অত্যাধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
মেয়েরা কেন ছেলেদের মতো চাকরী করতে পারবে না? কেন তারা ছেলেদের পোশাক কিংবা বিকিনী পরে রাস্তায় বের হতে পারবে না? জীবনটা তাদের নিজের, তাই তাদের যা ইচ্ছা হবে তাই তারা করবে, যা ইচ্ছা পরবে। এতে বাধা দিতে কেন এগিয়ে আসবে বিবেকহীন মানুষেরা?
তারা আসলে হিংসে করে নারীদের সৌন্দর্যে। তাদের সৌন্দর্য নেই তাই নারীদের সৌন্দর্য লুকিয়ে রাখতে বলে পর্দার আড়ালে।
অনেকক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে তাদের মিছিল লক্ষ্য করছিল নাশিদ। পাশ দিয়ে কিছু কাগজ হাতে হেঁটে যাওয়া এক যুবককে ডেকে বললো সে,
-আরে সাইফ, কোথায় যাচ্ছিস?
-দেখছিস না মিছিল হচ্ছে? সেখানেই যাচ্ছি। তুই এখানে দাঁড়িয়ে কী করছিস? তুইও চল।
-ওটাতো নারীদের আন্দোলন, তুই ওখানে গিয়ে কী করবি? তাছাড়া তাদের ওসব অধিকার হাসিল হলে তোদের কী লাভ?
-ওসব বুঝোস না ব্যাডা? মাইয়ারা যদি রাস্তায় খোলা-মেলা ভাবে ঘুরে, তাইলে লাভ তো আমগোরই। একবার ভাইব্যা দেখছোস, নারীরা সমান অধিকার পাইলে কত শত মাইয়া দেখতে পাবি ফ্রিতে? এমনি তো পর্দার আড়ালে যুবতী কি বৃদ্ধা চেনা যায় না। তাছাড়া তাদের লগে থাইক্যা কিছু মাইয়াগো পটাইতে পারলে তো লাভ আছেই।
-ছি, তোর ভাবনা কত খারাপ!
-এহানে খারাপের কি দেখলি? ওখানে যত সব পোলা আছে তাদের ভাবনা আরও খারাপ। নারীদের সৌন্দর্য এখন পণ্য হিসেবে ব্যবহার হচ্ছে। তারা নিজেদের দেহ বিক্রি করছে বিভিন্ন অ্যাড কোম্পানি বা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। সেই দেহের প্রদর্শনীর মাধ্যমে উপার্জন করছে লক্ষ টাকা। পণ্যের বিজ্ঞাপনে নারীকে রাখলে সেই পণ্যের সেলসের হার বেড়ে যাচ্ছে কয়েকগুণ।
-তাহলে নারীরা তাদের ভালো না বুঝে এভাবে নিজেদেরকে হায়েনাদের হাতে সপে দিচ্ছে কেন?' অবাক হয়ে জিজ্ঞাসা করে নাশিদ
-কারণ তাদের মাথার ভেতর কিলবিল করছে সম অধিকার নামের পোকা।' হাসতে হাসতে জবাব দিয়ে মিছিলের দিকে এগিয়ে যায় সাইফ।

লেখায়:
মোঃ মিসাদ আলী

Post a Comment (0)
Previous Post Next Post