লাশ - রুদ্র বারি || কবিতা || সাহিত্য


এ কেমন মৃত্যু!
এ কেমন অযাচিত যন্ত্রণা
এই মানব উপত্যকায়?
এ কেমন অভিশাপ !

কেমন দানবীয় অত্যাচার?
সন্তান ছুঁবে না পিতার লাশ!
স্ত্রী নেবে না স্বামীর মৃতশব।
প্রেমিক দেখে না প্রেমিকার মুখ!
এ কেমন হৃদয় বিদারক হাহাকার?
এ কেমন অহেতুক আর্তনাদ;
বোবা কান্না।
এ শব আমি কোথায় লুকায়?
আমি কোথায় লুকায়!
চলো আমরা এক হয়ে যায়;
চলো আমরা স্বপ্ন সাজায়।
চল লাশ হয়ে যায়
এই মৃত্যু উপত্যকায়!
তবু ফিরে আসি-
ফিরে আসি মানবতায়।
এ কেমন মৃত্যু!
এ কেমন অযাচিত অভিশাপ,
এই মৃত্যু উপত্যকায়?
এ লাশ আমি কোথায় লুকায়!
কোথায় লুকায়!

Post a Comment (0)
Previous Post Next Post