চাঁপাইনবাবগঞ্জে স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে হ্যান্ডবল খেলার উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর (শনিবার), বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে "চ্যালেঞ্জ কাপ ২.০" শীর্ষক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জের আরএমও, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুস সামাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মাহফুজ রায়হান, শিশু বিশেষজ্ঞ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, সাব্বির আহমেদ, সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, স্বাত্ত্বাধিকারী, রিয়াদ ট্রাভেলস।
উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। এবং উক্ত প্লেয়ার ড্রাফটে জাতীয় হ্যান্ডবল খেলোয়াড়দের অংশগ্রহন দেখা যায়। উদ্বোধনী ম্যাচে দুই দল চাঁপাই বাইকার্স ক্লাব (সিবিসি) এর সাথে রিভিউ এগ্রো’র খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে রিভিউ এগ্রো মোট ২২ টি গোল দিয়ে ১৯ গোল দেয়া চাঁপাই বাইকার্স ক্লাব (সিবিসি) -কে পরাজিত করেছে।