iSpark -এর ত্ব-সীন ইলাহি, স্বার্থক ও ওয়াসিউন পেলো ব্রোঞ্জ পদক । চাঁপাই পোস্ট


বাম থেকে ত্ব-সীন ইলাহি, স্বার্থক ও ওয়াসিউন

ইন্টারন্যাশনাল সায়েন্স এন্ড ইনভেনশন ফেয়ার ২০২৪ -এ ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং সিলেটের একজনের একটি টিম। 
তিন সদস্যের তরুণ টিমের নেতৃত্বে বাংলাদেশ থেকে পদক পাওয়া একমাত্র টিম হলো আই স্পার্ক (iSpark) 

ইনোভেশন ইন টেকনোলজি ক্যাটাগরিতে সেকেন্ডারি লেভেলে (৬ষ্ঠ থেকে ১২ তম গ্রেড) তারা এই পদক পেয়েছে।  তিন ক্ষুদে বালক হলেন, মো: ত্ব-সীন ইলাহি, আহনাফ শাহরিয়ার স্বার্থক এবং ওয়াসিউন আলিম। তারা যথাক্রমে শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তাদের প্রজেক্টের নাম ছিলো (AuraGuard)। আই-স্পার্কের একজন সদস্য স্বার্থক জানান তাদের প্রজেক্ট সম্পর্কে।  তিনি বলেন, এখানে আমরা দেখিয়েছি, প্রযুক্তি দিয়ে কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করা যায়। আমরা  একটি বিশেষ ডিভাইস বানিয়ে দেখায় যেখানে ডিভাইসটিতে একটি সিপিইউ, ট্যাবলেট, টেকোমিটার, ক্যামেরা, ভাইব্রেটর ও লিডার ব্যবহার করা হয়। এই ডিভাইসটি মূলত অনেকগুলো সেন্সর একসাথে ইন্টিগ্রেট করে, এবং সিপিইউ সে অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং ড্রাইভারকে রক্ষা করে। বিভিন্ন পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্টস অ্যালগরিদম ব্যবহার করে ড্রাইভার দ্বারা সৃষ্ট বিভিন্ন ভুলের সমাধান প্রদান করে এবং সড়কে সবাইকে নিরাপদ রাখে।

অনলাইনে পূর্ব থেকে রেজিস্ট্রেশন করে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আয়োজনে অনলাইনে বিচারকদের সামনে প্রজেক্ট পিচ করেন টিমের দলনেতা ত্ব-সীন ইলাহি এবং সদস্য ওয়াসিউন। প্রোজেক্টের পিচ অনুযায়ী লাইভ মূল্যায়নের মার্ক দিয়ে মূলত ব্রোঞ্জ পদকটি জিতেছে তারা। 

এর আগে মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) এর যৌথ উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে স্বর্ণপদক পেয়েছিলো টিম আই স্পার্কের ৪ জন সদস্য।


Post a Comment (0)
Previous Post Next Post