চাঁপাইনবাবগঞ্জে সর্বসাধারণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর), দুপুর ২ টা থেকে শহরের বালুবাগান এলাকায় শুরু হয় ভাপাপিঠা বানানোর উৎসব।
রুট অব লাইফ -নামক চাঁপাইনবাবগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবি মানুষ উপস্তিত ছিলেন।
রুট অব লাইফের পরবর্তী শীতকালীন অনুষ্ঠান নিয়ে বিশেষ ক্যাম্পেইন এর উদ্দেশ্যে সর্বসাধারণকে নিয়ে পিঠা উৎসব পালিত হয়েছে বলে জানান সংগঠনটির প্রধান উপদেষ্টা, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জের শিশু বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজ রায়হান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ -এর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুস সামাদ, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহনাজ খাতুন ফ্লোরা, ডেলটা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা. সুফিয়ান আরা সুফিয়ান আরা সহ আরো অনেকে।
এলাকাবাসী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সকল বয়সী মানুষ এই আয়োজন উপভোগ করেন।