ভাইস-চ্যান্সেলর পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়।
রবিরার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেজে প্রকাশিত এই বিজ্ঞপ্তি বলা হয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্টের পরিচালনাধীন “এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ” ২০১৩ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে ভাইস-চ্যান্সেলর নিয়োগের নিমিত্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ এর ৩১ ধারা অনুযায়ী প্রথম শ্রেণী বা সমমানের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পি, এইচ, ডি ডিগ্রি এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অন্যূন ১০ (দশ) বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা বা প্রশাসনিক কাজে মোট ২০ (বিশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ৩ কপি রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সকল কাগজপত্রাদি (জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব, অভিজ্ঞতা ও শিক্ষা সনদসমূহ) সত্যায়িত করে সম্পূর্ণ আবেদনপত্র আগামী ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে "সেক্রেটারি, বোর্ড অব ট্রাস্টিজ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্ট" বরাবর উপর্যুক্ত ঠিকানায় অফিস চলাকালীন সময়ে স্বশরীরে/ ডাক/কুরিয়ারযোগে অথবা ebaubtrustoffice@gmail.com-এ প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়সমূহের মাননীয় চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন সাপেক্ষে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হবে যার মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বৎসর। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনাসাপেক্ষ। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। চাকুরীতে নিয়োগলাভের ব্যাপারে যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এক নজরে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়- এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়
চাকরির ধরন
বেসরকারি চাকরি
পদ ও লোকবল
১টি ও ১ জন
আবেদন করার মাধ্যম
স্বশরীরে/ ডাক/কুরিয়ারযোগে অথবা ইমেইল
আবেদনের শেষ তারিখ
১২ নভেম্বর ২০২৪
যোগ্যতা
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি /পি, এইচ, ডি ডিগ্রি/ ( ১০ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা বা প্রশাসনিক কাজে মোট ২০ বৎসরের অভিজ্ঞতা)