শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চাঁপাইনবাবগঞ্জে নামোশংকরবাটী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল পদত্যাগ করেছেন। আব্দুল জলিল চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন।
বুধবার অধ্যক্ষ আব্দুল জলিল জেলা প্রশাসকের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। যা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য, অধ্যক্ষ আব্দুল জলিল ও তার আপন ভাই উপাধ্যক্ষ শরিফুল আলম এর ২৩ টি দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন ।