শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চাঁপাইনবাবগঞ্জে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ পদত্যাগ করেছেন।
আজ বুধবার শিক্ষার্থীদের দাবির মুখে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা ।
সকাল ১১টা থেকে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে। এর পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের দাবি নিয়ে যান। এ সময় প্রধান শিক্ষকের পদত্যাগের ব্যাপারে অবস্থানরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। এতে তারা আন্দোলন তুলে নেন।