সোনামসজিদ- মাহদিপুর চেকপোস্ট চালু

 



বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ স্থল সোনামসজিদ-মহাদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

ইমিগ্রেশন চেকপোস্ট উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য জিয়াউর রহমান, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, মহদিপুর স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার দেবাশীষ মুখোপাধ্যায়, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম রিমন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেনসহ, জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তাবৃন্দ, চেম্বারের পরিচালকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চেকপোস্ট চালুর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীক সম্পর্ক দৃঢ় হবে এবং বৃহত্তর রাজশাহী অঞ্চল সহ উত্তরাঞ্চলের মানুষের ভারতে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ, ও চিকিৎসার জন্য যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে বলে প্রত্যাশা করছেন দুই বাংলার মানুষজন।

সর্বপরি বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক ও আন্তরিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে জানা যায়।

এদিন 'দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি- আব্দুল ওয়াহেদের নেতৃত্বে ২৫ জন ব্যবসায়ী ভারতে যান।

Post a Comment (0)
Previous Post Next Post