চাঁপাইনবাবগঞ্জের উদ্যোক্তাদের নিয়ে ক্যাবের মেগা মিটআপ ৯ অক্টোবর


পেশা হিসেবে চাকরি এবং ব্যবসা আমাদের সমাজে বহুল আলোচিত একটা বিষয়। গত দুই বছরে চাকরি ছাড়াও ব্যবসাকে পে্শা হিসেবে নিতে তরুণ প্রজন্ম বেশ গুরুত্ব দিচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জের তরুণ প্রজন্মের অনলাইন উদ্যোক্তাদের কথা চিন্তা করে যাত্রা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব বিজনেস তথা ক্যাব অনলাইন প্ল্যাটফর্মের।  

অনলাইন উদ্যোক্তাদের  প্রচারনা ও পরিচিতির জায়গা ক্যাব্ ইতিমধ্যে দুই বছর অতিক্রম করেছে। 

উদ্যোক্তাদের একত্রিত করতে ও পণ্য প্রদর্শনীর জন্য আয়োজন করা হয়েছে 'ক্যাব মেগা মিটআপ ২০২২'।  

এতে ২০ জন উদ্যোক্তার পণ্য প্রদর্শনের স্টল থাকবে এবং অন্য উদ্যোক্তা ও সাধারণ ক্রেতা অংশগ্রহণ করবেন। 

চাঁপাইনবাবগঞ্জ শহরের 'স্কাই ভিউ ইন' রেস্তোরায় আগামী ৯ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে উদ্যোক্তাদের পণ্যের পসরা ও নানাবিধ কার্যক্রম। 

প্রধান অতিথির মূল্যবান বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হবে। দুপুরে খাবারের পরে পণ্য প্রদর্শনী চলবে দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর পরে পুরস্কার বিতরনীর মাধ্যমে শেষ হবে ক্যাব মেগা মিটআপের আসর। 


Post a Comment (0)
Previous Post Next Post