৬ শতাধিক ব্যক্তিকে নিয়ে ইফতার মাহফিল করেছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামে গড়ে উঠা জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন ডিপি মানবিক উন্নয়ন সোসাইটি।
২য় প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে গত ২৯ রমযান ডিপি মানবিক উন্নয়ন সোসাইটি পরিবার ছয় শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেছে। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিপি মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও এসডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ নাসির উদ্দীন, সভাপতি ডা. খলিল আহমেদ, বাইতুস সালাম জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন, দেলওয়ার হোসেন ডলার সানাউল্লাহ, শহিদুল, মঈন, হাবিবুর রহমান, এনামুল, মাহবুবুর রহমান সহ ডিপি মানবিক উন্নয়ন সোসাইটি ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ।
সংগঠনের সভাপতি ডা. খলিল আহমেদ জানান- আমাদের সংগঠন প্রতিষ্ঠার পূর্ব হতেই আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম চলে আসছে। শুধু তাই নয়- আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠার পর হতে শীতবস্ত্র বিতরণ, রক্তদান, গরীব অসহায় ব্যক্তিদের সার্বিক সহযোগিতা, গরীব শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন বিনোদন মুলক খেলাধুলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কাজ করে থাকি আমরা। আমাদের সকল কাজে আমাদের উপদেষ্টা প্যানেল সহ এলাকার লোক সার্বিক ভাবে সহযোগিতা করে আসছে। সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সকলের সার্বিক সহযোগিতা পেলে আমরা সামনে আরও ভাল কিছু নিয়ে আসতে পারবো।
সেই সাথে তিনি আরও জানান, আজ ৩০ রমযান ডাকাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
ইফতার বিতরণের পাশাপাশি সংগঠনের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এবারের নতুন কমিটিতে বেশ কিছু নতুন মুখের আগমন ঘটেছে।
#উপদেষ্টা প্যানেল
১. নাসির উদ্দীন
২. আনোয়ার হোসেন
৩. সুজন মাহমুদ
৪. বারিউল ইসলাম
#কার্যনির্বাহী কমিটি
১. সভাপতি---- ডা. খলিল আহমেদ
২. সাধারণ সম্পাদক--- সারওয়ার জাহান
৩. সহসাধারণ সম্পাদক--- কাফিল উদ্দীন
৪. শাকিল হাসান সাগর --- সাংগঠনিক সম্পাদক
৫. মবিন উদ্দীন --- সহসাংগঠনিক সম্পাদক
৬. হাসিবুল হাসান--- পরিবেশ বিষয়ক সম্পাদক
৭. হাসান আলী (বিপি)---- আইন বিষয়ক সম্পাদক
৮. জোহরুল ইসলাম--- আপ্যায়ন বিষয়ক সম্পাদক
৯. হাসান প্রিন্স- প্রচার সম্পাদক
১০. আঃ মকিম- পরিকল্পনা বিষয়ক সম্পাদক
১১. আঃ করিম- ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
১২. শাহিন আলম- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
১৩. ওয়াসিম রেজা- ক্রীড়া বিষয়ক সম্পাদক
১৪. আবু রাইহান- কোষাধ্যক্ষ
১৫. বাদশা ফাহাদ-মিডিয়া সম্পাদক
১৬. আঃ আহাদ বিশ্বাস- তথ্য ও গবেষণা সম্পাদক
১৭. কার্যনির্বাহী সদস্যগণ
(ক) রাসেল খান
(খ) শাকিব খান
(গ) ফয়সাল
(ঘ) মাহিম
(ঙ) রিপন
(চ) তারেক
--
মোঃ মিসাদ আলী
To obtain this, the piece will undergo many modifications and alterations before it's lastly accepted. Due to being computer-controlled and reality that|the fact that} it offers you a preview of the final product before processing, 3D printing let you produce prototypes in a a lot shorter time-frame while saving you money. A lot of manufacturing workflows already have the means high precision machining to retool to additive processes.
ReplyDelete