চার বছর পেরিয়ে পাঁচ বছরে পা রাখল আইটি প্রতিষ্ঠান ‘টেকফ্লিক্স’। রোববার দুুপুরে রাজশাহী প্রধান শাখায় নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির। এর আগে বেলা ১১টায় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে ১২টায় রাজশাহী সাধুর মোড় শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আনিকা তাসনিমের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির সিইও ও প্রতিষ্ঠাতা নাসিম রানা মাসুদ, ঢাকা শাখার চিপ কো-অর্ডিনেটর স্বপ্নীল কর, রাজশাহী শাখার মার্কেটিং কো-অর্ডিনেটর খাদিজা খাতুন প্রিয়া, সিনিয়র এসইও কো-অর্ডিনেটর ফাহাদ হোসেন, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান প্রমুখ।
এসময় বক্তারা সময়ের পরিক্রমায় আইটি প্রতিষ্ঠানটি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিনিধিত্ব করবে বলে আশাব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম রানা মাসুদের হাত ধরে ২০১৮ সালে ২ জানুয়ারি যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটি। চার বছরের ব্যবধানে বর্তমানে প্রতিষ্ঠানটির তিনটি শাখা রয়েছে। সেখানে প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী কর্মরত রয়েছে।
মানিক রাইহান বাপ্পী /এইচপি